অদ্য ১১/০৬/২০১৪ ইং ারিখে ইউ/পি চেয়ারম্যান জনাব আলতাফ হোসেন লস্কার এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভার আলোচ্যসূচীঃ- ১। ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট সংক্রান্ত।
২। বিবিধ।
সভার প্রারম্ভেই ইউ/পি সচিব সাহেব সমস্ত বিলভাউচার গুলো খাতওয়ারি উত্তাপন করেন। তাহাতে কোন রুপ সংশোধনী না থাকায় তাহা সভায় সর্ব সম্মতিক্রমে গুহীত ও অনুমোদীত হয়।
সভায় সচিব সাহেব সম্মানিত সদস্যগণকে বাজেট সর্ম্পকে ব্যবস্থা নিতে গিয়ে জানান যে, বাজেট হলো বাৎসরিক আয় -ব্যয়ের হিসাব কোন দেশ বা জাতি বাৎসরিক হিসাব নিকাশ না রাখিলে জীবনে আয় উন্নতি করিতে পারেনা। এবং সচিব সাহেব খাত ওয়ারি সমস্ত আয়-ব্যয় সম্নদ্বে বিস্তারিত আলাপ আলোচনার পর জানান যে, জনগণের উপর কোন কর বা টেক্স বাধ্য করতে জনগণের উপর জুলুম না হয়। তাহার দিকে খেয়াল রেখে কর র্ধায্য করিতে হইবে। অতপর (২০১৪-১৫) অর্থ বছরের জন্য নিম্নলিখিত হারে টেক্স/কর ইত্যাদি আদায়ের জন্য সভায় সর্ব-সম্মতিক্রমে গৃহীত এ অনুমোদীত হয়।
১ম প্রস্তাব - দ্বিতীয় বিবাহের অনুমতি ফ্রি = ৫০০/=
তৃতীয় " " " = ৬০০/=
৪র্থ " " " = ৮০০/=
তাহা সভায় সর্ব সম্মতিক্রমে গৃহী ও অনুমোদীত হয়।
২য় প্রস্তাব - উত্তরাধীকারী সনদপত্র ফি = ১০০/=
নাগরিত্ব সনদপত্র ফি = ১০/=
তাহা সভায় সর্ব সম্মতিক্রমে গৃহী ও অনুমোদীত হয়।
৩য় প্রস্তাব - স্বত্তের ব্যাপারে প্রতিটি গরু = ২০/=
" মহিষ = ৩০/=
" ছাগল = ১০/=
হারে ফি প্রদান করিতে হইবে তাহা সভায় সর্ব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদীত হয়্
৪র্থ প্রস্তাব - ঠিকাদারী লাইসেন্স ফি = ৫০০ - ৩০০/=
এমন কি যে কোন ব্যবসায়ের ক্ষেত্রে ২০০/= হারে ফি প্রদান করিতে হইবে তাহা সভায় সর্ব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদীত হয়।
৫ম প্রস্তাব - ধান চাউল ব্যবসায়ের জন্য = ৩০০/=
করাত কল = ৫০০/=
স-মিল = ৩০০/=
ওয়াডলিং ওয়ার্কশপ = ৩০০/=
ইট বাট্রা প্রতিটি চিপনীর জন্য = ৫০০/=
আবাসিক হোটেলের জন্য = ৩০০/=
পেথ্যলজি সেন্টার = ৫০০/=
ট্রেনিং সেন্টার = ৫০০/=
তাহা সভায় সর্ব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদীত হয়।
৬ষ্ঠ প্রস্তাব - কাপড়ের ব্যবসা = ৩০০-২০০/=
গাড়ী দোকান = ২০০/=
জুয়েলারী = ২০০/=
এ.এস.রড = ৫০০/=
ইলেকট্রিক সামগ্রী = ৩০০/=
ডিপালমেন্টার ষ্টোর = ৩০০/=
হোমিও র্ফামেসী = ২০০/=
এলোফেথিক সামগ্রী = ২৫০/=
তাহা সভায় সর্ব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদীত হয়।
৭ম প্রস্তাব - প্রতিটি রিক্সা লাইসেন্স ফি = ৫০/=
" নৌকা " = ৫০/=
" সাইকেল " = ৫০/=
" রিক্সা মালিক " = ১০০/=
" সার ডিলার " = ৩০০/=
জন্ম বিবাহ ভোজ অনুষ্ঠানের উপর ১০০ জনের উপরে হইলে জনপতি ৫ টাকা হারে জরিমানা প্রদান করা হইবে।
তাহা সভায় সর্ব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদীত হয়।
৮ম প্রস্তাব - মামলা ফি = ৫০/=
ঐ মামলার নকল ফি = ৩০/=
সাধারন ডায়রী ফি = ২০/=
তালাকনামা ফি = ২০০/=
জন্ম সনদ বাংলা ও ইংরেজী ফি = ৩০/= - ১০০/=
উপরে উল্লেখিত প্রস্তাব গুলি সভায় সর্ব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদীত হয়।
জন্ম ও মৃত্যু সনদপত্রের ফি বিধি মোতাবেক আদায় করা হইবে তাহা সভায় সর্ব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদীত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS